স্যাটেলাইট ইমেজে ইরানে ভূগর্ভস্থ পরমাণু প্লান্ট নির্মাণের দৃশ্য
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই কোম নগরীর কাছে ফোরদোতে ভূগর্ভস্থ পরমাণু প্লান্ট নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে ইরান।
আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাক্সার টেকনোলজির এক স্যাটেলাইট ছবিতে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
ছবিতে দেখা গেছে রাজধানী তেহরান থেকে ৯০ কিলোমিটার দূরে কোম নগরীর কাছে ফোরদো পরমাণু প্লান্টে এই নির্মাণ কাজ চলছে।
এদিকে, সৌদি-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া’র এক প্রতিবেদনে আজ বলা হয়েছে, ২০০৯ সালে পশ্চিমের দেশগুলোর নজরে আসার আগে ইরান ফোরদো পরমাণু প্রকল্প সম্পর্কে আনু্ষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
যদিও ফোরদোতে নতুন নির্মাণকাজের উদ্দেশ্যে কী তা জানা যায়নি, তবুও ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোতে এটি নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।
আমেরিকার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের বিশেষজ্ঞ জেফরি লুইস সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘এই স্থাপনায় কোনো পরিবর্তন এলে তা সতর্কতার সঙ্গে দেখতে হবে। কেননা, এটিকে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান স্থাপনা।’
জাতিসংঘে ইরানের মিশন ও ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
Comments