পাবনায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চার জন হয়েছে।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চার জন হয়েছে।

সর্বশেষ আহত নূপুর বেগমকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তিনি দুর্ঘটনায় নিহত তিন ভাইবোনের চাচী।

আজ শুক্রবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলার রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।

নিহতরা হলেন- ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচাতো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘নিহতরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আজ দুপুরে ব্যাটারিচালিত অটোভ্যানে একই উপজেলার হাটগ্রামে যাচ্ছিল। রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।’

‘পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারে জন্য পুলিশ চেষ্টা করছে,’ যোগ করেন ওসি।

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

4h ago