করোনাকালে বিচার বিভাগ অভাবনীয় সাফল্য দেখিয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কোভিড-১৯ চলাকালে প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এ সময় বিচারকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ভার্চুয়াল আদালত পরিচালনা করে দেশে বিচার কাজ চালু রেখেছেন।

আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান অতিথি ছিলেন।

করোনাকালে ভার্চুয়াল আদালত পরিচালনার মাধ্যমে বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতার পরিচয় ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিচার বিভাগের আজকের এ অবস্থানের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বিগত ৪৮ বছরে আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অনেক অবদান রেখেছেন। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার বিচার এবং ১৯৭১ এর মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবদান ভুলবার নয়।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন। কিন্তু, এ অবস্থানে পৌঁছানোর জন্য কঠিন সংগ্রাম করতে হয়েছে।’

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago