চিত্রনায়িকা তমা মির্জা ও স্বামীর পাল্টাপাল্টি মামলা

চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী হিশাম চিশতি। গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করেন হিশাম চিশতি।
স্বামী হিশাম চিশতির সঙ্গে তমা মির্জা। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী হিশাম চিশতি। গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় ওই ফৌজদারি মামলা করেন হিশাম চিশতি।

মামলায় তমা মির্জা ছাড়াও তার পরিবারের কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার ধারা নং ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/১০৯।

এদিকে, চিত্রনায়িকা তমা মির্জাও তার স্বামীর নামে বাড্ডা থানায় একটি মামলা করেছেন। তমা মির্জা গত ৫ ডিসেম্বর বাড্ডা থানায় মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুক জন্য মারপিটসহ হুমকি প্রদানের অভিযোগে মামলা করেন তমা মির্জা।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার সাব ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

সাব ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদুল হাসান বলেন, ‘তমা মির্জার নামে মামলা হয়েছে এটা ঠিক আছে। কিন্তু, মামলা হয়েছে দুইটা। একটি করেছেন তমা মির্জার স্বামী হিশাম চিশতি। আর অন্যটি তমা মির্জা করেছেন তার স্বামীর বিরুদ্ধে। পাল্টাপাল্টি মামলা করেছেন তারা।’

তমা মির্জার স্বামী হিশাম চিশতি মামলা করার কিছুদিন পরই কানাডা চলে গেছেন জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতিকে বিয়ে করেন তমা মির্জা।

Comments

The Daily Star  | English

Ex-ACC official dies in Ctg police custody

A former deputy director of Anti-Corruption Commission (ACC) died in police custody in Chattogram last night

55m ago