ফাইজারের পর যুক্তরাষ্ট্রে মডার্নার ভ্যাকসিন অনুমোদন
করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহ পর মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মডার্নার কাছ থেকে ২০০ মিলিয়ন ডোজ কিনতে রাজি হয়েছে এবং ভ্যাকসিনটি এফডিএ’র অনুমোদন পেলেই মডার্না আরও ছয় মিলিয়ন ডোজ সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ২৯৬ জন। মারা গেছেন তিন লাখ ১৩ হাজার ৫৮৮ জন।
ভ্যাকসিন অনুমোদন প্রসঙ্গে টেনেসির মেহারি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী ড. জেমস হিলড্রেথ বিবিসিকে বলেন, ‘জানুয়ারিতে ভাইরাসের সংক্রমণ শুরুর পর ডিসেম্বরেই দুটি ভ্যাকসিন পাওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন।’
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) একটি উপদেষ্টা প্যানেল ২০-০ ভোটে ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ব্যবহারের জন্য ভ্যাকসিনটিকে অনুমোদন দেওয়ার পরামর্শ দেয়। প্যানেলের এক সদস্য এদিন ভোট দেননি বলে জানা গেছে।
মডার্নার ভ্যাকসিনটি নিরাপদ ও ৯৯% কার্যকর বলে দাবি করেছেন নিয়ন্ত্রকরা।
মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর টুইটারে উচ্ছ্বাস জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুতই ভ্যাকসিন বিতরণ শুরু হবে বলে টুইটে জানান তিনি।
Comments