জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি
জয়পুরহাটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) সরদার শাহাদাত আলী।
তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিমকে প্রধান করে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
‘পুরানাপৈল রেলক্রসিংয়টি অনুমোদিত লেভেল ক্রসিং। এখানকার জন্য যথাযথ লোকবল রয়েছে। কে বা কারা এ ঘটনার পেছনে দায়ী, তা তদন্তে বের হয়ে আসবে’, বলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক।
রেলওয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
এর আগে, আজ সকাল পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ঘটনাস্থধলেই এবং বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরও পড়ুন:
Comments