গণফোরামে কোনো বিভাজন নেই: ড. কামাল
গণফোরামের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসা হয়েছে এবং বর্তমানে দলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট ড. কামাল হোসেন। আজ শনিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গণফোরামে কোনো ভুল বুঝাবুঝি ও বিভাজন নেই। দলের নেতাকর্মীরা সবাই মিলে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।’
দলের বিভক্তির বিষয়ে জানতে চাইলে দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ড. কামাল জানান, দলে এমন কিছু হয়নি। ‘যদি কোনো সমস্যা হয়েও থাকে, এখন পার্টির ভেতরে এমন কিছু আর নেই,’ বলেন তিনি।
তবে রেজা কিবরিয়া, সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইদসহ গণফোরামের একাধিক সিনিয়র নেতা সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন।
ড. কামাল বলেন, ‘পার্টিতে সবাই আছে, সবাই থাকবে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
তিনি বলেন, ‘গণফোরামের শীর্ষ নেতারা আগামী বছর ৯ জানুয়ারি বৈঠকে বসবেন। সেখানে দলের পরবর্তী কাউন্সিলের তারিখ নির্ধারিত হবে।’
দলে নতুন নেতৃত্ব আসবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘এটাই প্রত্যাশা করছি। প্রতি বছর আমি বলি যে আমি আর এই পদে থাকতে চাই না। এবার আমাদের নতুন নেতৃত্ব খুঁজতে হবে।’
ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সরকারের বিরোধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ধর্মের অপব্যবহার, এছাড়া আর কিছুই না। জাতিকে বিভক্ত করার জন্য এটা করা হচ্ছে।’
নেতাদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, ‘অধ্যাপক আবু সাইদ, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া আইসোলশনে আছেন। এ কারণেই তারা আজ অংশ নিতে পারেননি।’
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান, দলের আহ্বায়ক কমিটির সদস্য-এস এম জগলুল হায়দার আফ্রিক, শফিক উল্লাহ, মহসিন রশিদ, এ আর জাহাঙ্গীর, মহিউদ্দিন আবদুল কাদের, মোস্তাক আহমেদ প্রমুখ।
Comments