করোনায় সাবেক সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ রোববার দুপুরে সামসুদ্দিন আহমেদের ছোট ছেলে শাহাবুদ্দিন চঞ্চল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ রাত সোয়া ১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। করোনায় আক্রান্ত হওয়ায় গত ১ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ২টায় হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু স্কুল মাঠে বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’
সামসুদ্দিন আহমেদ ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। সর্বশেষ তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ১৯৪৫ সালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মির্জাগঞ্জে তার জন্ম হয়। সামসুদ্দিন আহমেদ জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
Comments