বিশিষ্ট নাগরিকদের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত: শাহাদাত হোসেন চৌধুরী
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের তোলা আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট অসদাচরণের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
আজ রোববার দুপুরে সোয়া ৩টার দিকে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের তোলা অভিযোগ হয়তো উদ্দেশ্যপ্রণোদিত। কোনোটার ভিত্তি আছে বলে আমি মনে করি না। তাদের অভিযোগ রাষ্ট্রপতির কাছে গিয়েছে। তিনি কী করবেন সেটা রাষ্ট্রপতির ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘তারা (বিশিষ্ট নাগরিক) অভিযোগ করলেন, আবার অভিযুক্তও করে ফেললেন। এক অর্থে দণ্ডও দিয়ে ফেললেন। এটা শিষ্টাচার বহির্ভূত কি না সেটা আপনারা (গণমাধ্যম) দেখবেন।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট অসদাচরণের অভিযোগ তদন্তে গতকাল রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল (এসজেসি) গঠনের আবেদন জানিয়েছেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।
আরও পড়ুন
ইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ গঠনের আহ্বান ৪২ নাগরিকের
Comments