রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রে সাইবার হামলার পেছনে চীন: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রে সাইবার হামলার পেছনে রয়েছে চীন।
নিজের সেক্রেটারি অব স্টেট এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এমন মন্তব্য করেছেন তিনি।
দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, শুরুতে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া থেকে এই হামলা চালানো হয়েছে। তবে এবার তিনি বলছেন, এটি চীনও করে থাকতে পারে এবং এই সম্ভাবনার ব্যাপারে মিডিয়ার আরও চিন্তা করে দেখা উচিত।
তবে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্যপ্রমাণ হাজির করেননি ট্রাম্প।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার চেষ্টা হয়েছে। এসব হামলা নিয়ে নানা মহলে উদ্বেগের পর বৃহস্পতিবার মার্কিন জ্বালানি দপ্তরও সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে, এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে।’
তবে মস্কো কীভাবে এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, এমন কোনো হামলায় তাদের সম্পৃক্ততা নেই।
Comments