দিল্লি সীমান্তের বিক্ষোভ থেকে ফিরে পাঞ্জাবে কৃষকের আত্মহত্যা
ভারতের দিল্লি সীমান্তের কৃষক বিক্ষোভ থেকে ফিরে আসা ২২ বছর বয়সী পাঞ্জাবের এক কৃষকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
আজ রোববার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
পুলিশ জানিয়েছে, বাথিন্ডা জেলার দয়ালপুরা মির্জা গ্রামের কৃষক গুরলব সিং দিল্লি সীমান্তের কাছে বিক্ষোভে অংশ নেন এবং গত ১৮ ডিসেম্বর তিনি গ্রামে ফিরে আসেন।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, শনিবার তিনি নিজ বাড়িতে বিষাক্ত কিছু পদার্থ গ্রহণ করেন। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ আরও জানায়, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে, গুরলব সিং ছয় লাখ রূপি ঋণ নিয়েছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারতর সরকারের বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে হরিয়ানা, পাঞ্জাবসহ দেশটির অনেক অঞ্চলের কৃষকরা দিল্লির নানা সীমান্ত পয়েন্টে জড়ো হয়ে আন্দোলন করছেন।
Comments