বার কাউন্সিলের পরীক্ষায় ভাঙচুর, গ্রেপ্তার ১১ জন ১ দিনের রিমান্ডে
বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তির লিখিত পরীক্ষার সময় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১১ জনের এক দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. দুলাল হোসেন তাদর প্রত্যেককে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুর রহমান, আরমান উদ্দিন, তৌহিদুল ইসলাম, মো. যুবায়ের, শওকত মালাকার, আশিস কুমার দাস, মো. মিলন, শামীম আহমেদ, তরিকুল ইসলাম, নাজিবুর রহমান ও মো. শহিদুল।
এর আগে, গতকাল কিছু পরীক্ষার্থী পরীক্ষা বয়কট করে মোম্মদপুর মহিলা কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অন্যদের পরীক্ষা বাধাগ্রস্ত করে এবং তাদের উত্তরপত্র পুড়িয়ে দেন। তাদের দাবি ছিল, পরীক্ষার প্রশ্ন খুব কঠিন করা হয়েছে।
এই ঘটনার পরে গতকাল মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করে।
গতকাল রাজধানীর নয়টি পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।
গত ২৫ নভেম্বর বার কাউন্সিলের তালিকাভুক্তি কমিটি লিখিত পরীক্ষার জন্য ১৯ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছিল। ২৬ সেপ্টেম্বর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পেছানো হয়।
আরও পড়ুন:
Comments