আমরা দুর্নীতি-মাদকমুক্ত পুলিশ দেখতে চাই: আইজিপি

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: সংগৃহীত

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের স্থান নেই।

গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জেলার পুলিশ সুপারদের (এসপি) অনুকরণীয় ‘রোল মডেল’ হতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। ‘চেঞ্জ মেকার’ হিসেবে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে।’

পুলিশ প্রধান জানান, ‘ব্রুটালিটি’ বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে। 

আইজিপি বলেন, ‘সারাদেশে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। কার্যকরভাবে বিট পুলিশিং বাস্তবায়ন করতে হবে, যাতে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধী, অপরাধ প্রবণতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকে।’

তিনি বলেন, ‘ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিসিপ্লিনের প্রতিও নজর রাখতে হবে। ওয়েলফেয়ার এবং ডিসিপ্লিনকে মেলানো যাবে না।’

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার পদায়নকৃত ১৩ জেলার মধ্যে আছে- কুড়িগ্রাম, রাঙ্গামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল।

Comments

The Daily Star  | English

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

The internet regulator has directed all mobile phone operators to offer 1GB of free internet to users on July 18, marking “Free Internet Day” as part of a government initiative to commemorate the July Uprising.

54m ago