বড়লেখা পৌর নির্বাচন শিরোনাম

জরিমানা সত্ত্বেও সরেনি অবৈধ পোস্টার-ব্যানার

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হলেও অবৈধ পোস্টার এখনো সরানো হয়নি।
ছবি: স্টার

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হলেও অবৈধ পোস্টার এখনো সরানো হয়নি।

বড়লেখায় পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে দেখা যায়, এসব পোস্টার সরানের নির্দেশনা দেওয়া হলেও সেগুলো এখনো বহাল তবিয়তেই আছে।

গতকাল রোববার দুপুর একটার পরে বড়লেখা পৌরসভার মুড়িরগুল, অজমির, ইনাইনগরে সরেজমিনে দেখা যায় পোস্টারগুলো সরানো হয়নি। তবে, দরগাবাজার এলাকার কিছু কর্মীদের পোস্টার নামাতে দেখা গেছে।

ইনাইনগর এলাকার বাসিন্দা হোসনা বেগম বলেন, ‘আমাকে না জানিয়েই প্রার্থীরা আমার মাটির দেয়ালে পোস্টার লাগিয়েছে। তবে, আমি তাদের আমার বাড়ির পাকা বাড়িতে পোস্টার লাগাতে দেইনি।’

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘নেতা-কর্মী ও ভক্তরা নিয়ম না জেনে বিভিন্ন জায়গায় পোস্টার ও ব্যানার লাগিয়েছে। আমরা সেগুলো সরানোর চেষ্টা করছি।’

বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ‘একদিকে পোস্টার লাগাচ্ছে, অন্যদিকে ছিঁড়ে পড়ছে। কারণ, এখন কুয়াশা আছে। তবে, নিয়ম না মানার জন্য আমাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’

তবে, এ বিষয়ে জানতে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মো. সাইদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, ‘কেউ যদি পোস্টার না সরায় তাহলে আবার অভিযান চালিয়ে জরিমানা করা হবে।’

এর আগে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেন। একইসঙ্গে সবাইকে রোববার দুপুর ১২টার মধ্যে অবৈধ পোস্টার ও ব্যানার সরানোর নির্দেশনা দেন।

Comments

The Daily Star  | English

Inflation down by one percent: Salehuddin

Govt has been able to stabilise the market situation

40m ago