কুয়াকাটা পৌর নির্বাচন

আ. লীগ থেকে বহিষ্কার ১৩

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লার পক্ষে কাজ না করার অভিযোগে কুয়াকাটা পৌর শাখা ও লতাচাপলী ইউনিয়ন শাখার ১৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লার পক্ষে কাজ না করার অভিযোগে কুয়াকাটা পৌর শাখা ও লতাচাপলী ইউনিয়ন শাখার ১৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত এই ১৩ জন নৌকা মার্কার প্রার্থী বারেক মোল্লার বিরুদ্ধে এবং সদ্য জাতীয় পার্টি থেকে পদত্যাগী নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদারের জগ মার্কার পক্ষে প্রচারণায় অংশ নেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক সভায় ১৯ ডিসেম্বর তাদের চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়। তবে, গণমাধ্যমকে বিষয়টি জানানো হয় গতকাল রোববার বিকেলে।

আগামী ২৮ ডিসেম্বর কুয়াকাটা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার বলেন, ‘কুয়াকাটা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের ১৩ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃতরা হলেন- কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য আ. রব মাঝি, আ. হক মাঝি, মো. রমজান আলী বিশ্বাস, এমএ বারি আজাদ, মো. আবু হানিফ, মো. ছগির মোল্লা, মো. খোকন বিশ্বাস, মো. আলী হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন কাজী, সদস্য আবু সাইদ ফকির, মো. সেকান্দার মাঝি, আ. মান্নান বেপারী এবং লতাচাপলী ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago