দুদকের মামলায় কারাগারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম আজ সোমবার দুপুরে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, খুলনা-মংলা রেলওয়ের জমি অধিগ্রহণ কালে ২০১৭ সালে মো. কামাল হোসেন বৈধ আয় বহির্ভূত এক কোটি ৩৪ লাখ টাকার সম্পদ অর্জন করেন।
দুদক খুলনার সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে মো. কামাল হোসেনের বিরুদ্ধে চলতি বছর এই মামলা দায়ের করেন।
দুদক খুলনার আইনজীবী এড. খন্দকার মুজিবর রহমান বলেন, ‘মামলা হওয়ার পর সার্ভেয়ার মো. কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন। আজ তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’
Comments