লঞ্চে ডাকাতি: হাতেনাতে একজনকে ধরলেন নৌ পুলিশ

পদ্মা-মেঘনার নৌ সীমানার কাচিকাটা এলাকায় শরীয়তপুর থেকে চাঁদপুরগামী একটি লঞ্চে ডাকাতির সময় একজনকে হাতেনাতে আটক করেছে নৌ পুলিশ কর্মকর্তা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এমভি শাহআলী-৪ লঞ্চে এ ঘটনা ঘটে।
এসময় চলন্ত লঞ্চে ডাকাতির সময় ১৮ সদস্যের ডাকাত দলের বিল্লাল হোসেন (৩৫) কে আটক করেন লঞ্চে থাকা সুরেশ্বর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদিন।
নৌ পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, ‘চাঁদপুরে নৌ পুলিশের এক সভায় যোগ দেয়ার জন্য সকাল ৮টায় শরীয়তপুর জেলার নড়িয়া থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ওই লঞ্চে রওনা হই। সকাল ৯টায় লঞ্চটি সুরেশ্বর ঘাট ধরে চাঁদপুরে রওনা হয়। এ সময় কাচিকাটা অতিক্রমকালে ১৮ সদস্যের একদল ডাকাত দুইটি স্পিডবোট নিয়ে অস্ত্রসহ লঞ্চে উঠে ডাকাতি শুরু করে। প্রায় ২০ মিনিট ধরে ডাকাতরা লুটপাট চালায়। এতে বেশ কয়েকজন যাত্রী ডাকাতদের হামলায় আহত হন। এসময় এক ডাকাতকে আটক করতে পারলেও বাকিরা স্পিডবোটে উঠে পালিয়ে যায়।
চাঁদপুরের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আটক ডাকাত দলের সদস্য বিল্লালের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগেঞ্জে। বাকি ডাকাত সদস্যদের আটকের চেষ্টা চলছে।
এর আগে গত এক মাসের ব্যবধানে মতলব উত্তর উপজেলা ও মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চ ডাকাতির ঘটনা ঘটে।
Comments