আবরার ফাহাদ হত্যা মামলা: আদালত পরিবর্তনের আবেদন খারিজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১–এ চলবে বলে জানিয়েয়ে হাইকোর্ট।
আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ থেকে মামলাটি স্থানান্তরের আদেশ চেয়ে ২২ আসামির করা আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ এই আবেদনটি প্রত্যাখ্যানের আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে হাজির ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার আবেদনের ভার্চুয়াল শুনানির সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন।
বর্তমানে কারাগারে থাকা ২২ আসামি গত সপ্তাহে দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ থেকে আবরার ফাহাদ হত্যা মামলা স্থানান্তরে হাইকোর্টের আদেশ চেয়ে ওই আবেদন করেন। ট্রাইব্যুনাল থেকে তারা ‘ন্যায়বিচার পাবে না’ বলে আবেদনে উল্লেখ করেন।
আবেদনে তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের প্রতি অনাস্থা প্রকাশ করেন।
Comments