৪০০ বছর পর আজ রাতের আকাশে শনি-বৃহস্পতির ‘মহা-জোড়’

আজ সোমবার রাতের আকাশে দেখা যাবে এক দুর্লভ দৃশ্য। এমন দৃশ্য সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় ৪০০ বছর আগে।
আজ রাতের আকাশে ৪০০ বছর পর ‘মহা-জোড়’ বাঁধবে সৌরজগতের দুই বৃহৎ গ্রহ বৃহস্পতি ও শনি। ছবি: এপি

আজ সোমবার রাতের আকাশে দেখা যাবে এক দুর্লভ দৃশ্য। এমন দৃশ্য সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় ৪০০ বছর আগে।

সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌরজগতের দুটি বৃহৎ গ্রহকে আজ রাতের আকাশে খুব কাছাকাছি দেখা যাবে।

আকাশ পরিস্কার থাকলে সন্ধ্যার পরপরই এমন দুর্লভ দৃশ্য দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এমন দৃশ্য সর্বশেষ দেখা গিয়েছিল ১৬২৩ সালের জুলাইয়ে অর্থাৎ জ্যোতির্বিদ গ্যালিলিওর যুগে।

জ্যোতির্বিদরা বলছেন, শনি-বৃহস্পতির ‘জোড়’ লাগা কোনো নুতন কিছু নয়। প্রতি ২০ বছর পর পর বৃহস্পতি যখন সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে শনিকে অতিক্রম করে তখনই এমন দৃশ্য দেখা যায়।

তবে, এবার তা ভিন্ন। কারণ, সাধারণত শনিকে অতিক্রম করার দৃশ্য দেখা যায় এক ডিগ্রির ১০ ভাগের একভাগের প্রেক্ষাপটে। এবার তা দেখা যাবে এক ডিগ্রির ৫ ভাগের একভাগের প্রেক্ষাপটে। তাই এটি শুধু ‘জোড়’ নয়, ‘মহা-জোড়’।

আজ শনি ও বৃহস্পতির মধ্যে দূরত্ব থাকবে ৭৩০ মিলিয়ন কিলোমিটার বা ৪৫০ মিলিয়ন মাইল। একই সময়ে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে ৮৯০ মিলিয়ন কিলোমিটার বা ৫৫০ মিলিয়ন মাইল।

‘এমন ঘটনা জীবনে একবারই আসে’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা বিভাগের অধ্যাপক ডেভিড উইনট্রাউব গণমাধ্যমটিকে বলেছেন, ‘এটি দূর্লভ দৃশ্য, কারণ রাতের আকাশে গ্রহ দুটিকে এতো কাছে দেখা যাবে।’

গ্যালিলিও যুগের আগে শনি-বৃহস্পতির ‘মহা-জোড়’ দেখা গিয়েছিল চেঙ্গিস খার আমলে অর্থাৎ ১২২৬ সালের মার্চে।

প্রতিবেদন মতে, গ্রহ দুটির তুলনামূলক ‘খুব কাছাকাছি’ অবস্থান আবার দেখা যাবে ২০৮০ সালের ১৫ মার্চ।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

6h ago