বছরের প্রথম দিনে তাহসান-মিমের ‘হ্যালো বেবি’
ইংরেজি নববর্ষের প্রথম দিনেই একসঙ্গে দেখা যাবে গায়ক অভিনেতা তাহসান খান ও বিদ্যা সিনহা মিমকে। ‘হ্যালো বেবি’ নামের একটি নাটকে এই দুজনের সঙ্গে থাকছেন ‘কাবিলা’ হিসেবে পরিচিত জিয়াউল হক পলাশ।
তাহসান খান ও বিদ্যা সিনহা মিমের অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেন। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ২০২১ সালের প্রথম দিনে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি।
এ বিষয়ে আজ সোমবার দ্য ডেইলি স্টার অনলাইনকে বিদ্যা সিনহা মিম বলেন, ‘হ্যালো বেবি নাটকের গল্প দুটি কাপলকে ঘিরে। সিরিয়াস গল্প না হলেও হাস্যরসের মাধ্যমে অনেক সিরিয়াস বিষয় এতে ফুটিয়ে তোলা হয়েছে।’
করোনাভাইরাস মহামারিতে দীর্ঘ ছয় মাস পর ‘হ্যালো বেবি’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন বিদ্যা সিনহা মিম।
Comments