বিমানের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট ১ ফেব্রুয়ারি থেকে
ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
করোনাভাইরাসের বিস্তার রোধে দশ মাস স্থগিত থাকার পর এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান।
আজ সোমবার বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানান, বিমান আগামী ১ ফেব্রুয়ারি থেকে নেপালের ফ্লাইট আবার শুরু করার পরিকল্পনা করেছে।
প্রাথমিকভাবে, ঢাকা-কাঠমান্ডু রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
এ বছর মার্চে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর নেপালসহ সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বিমান। পরে, জুলাই থেকে কিছু কিছু আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করে।
Comments