মে-জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষের জন্যে ভ্যাকসিন
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী মে-জুন মাসের মধ্যে দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য ভ্যাকসিন আসবে। এর মধ্যে জানুয়ারির শেষে বা ফ্রেব্রুয়ারির শুরুতে আসবে দেড় কোটি মানুষের ভ্যাকসিন। বাকি ভ্যাকসিন আসবে মে-জুন মাসে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যমন্ত্রী এর আগে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা জানিয়েছেন। আর মে-জুন মাসের মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন কোটি মানুষের জন্য ছয় কোটি ডোজ ভ্যাকসিন আসবে।
এখন পর্যন্ত অক্সফোর্ডের ভ্যাকসিন আনার বিষয়েই চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান।
কীভাবে ভ্যাকসিন বিতরণ করা হবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইপিআই এর মাধ্যমে বিভিন্ন হাসপাতাল ব্যবহার করে ভ্যাকসিন দেওয়ার চিন্তাভাবনা চলছে। বেসরকারি হাসপাতালগুলোও ব্যবহার হতে পারে। এজন্য বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলাপ-আলোচনাও চলছে।
তিনি জানান, ভ্যাকসিন কার্যক্রম চালানোর জন্য তৃণমূল পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে।
Comments