জুয়েল হত্যা মামলা: ৮ আসামি রিমান্ডে

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল প্যাদা হত্যা মামলার ৮ আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল প্যাদা হত্যা মামলার ৮ আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান আজ সোমবার আদালতে আসামিদের ৭ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিন করে রিমান্ডে দেন।  

মামলার আসামিরা হলেন- মিজু মাস্টার (৪০), দেলোয়ার মৃধা (৪০), শিপন চৌকিদার (৪০), ইদ্রিস প্যাদা (৫৫), মিজানুর (৩৫), জাফর (৪৫), বায়েজিদ (৩০) ও অলি উল্লাহ (৩০)।

গত ৪ নভেম্বর রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুয়েল প্যাদা (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। স্থানীয়রা প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। গত ১২ নভেম্বর সকাল ১০টার দিকে ওই হাসপাতালে জুয়েল মারা যান।

এ ঘটনায় গত ৫ নভেম্বর জুয়েল প্যাদার বাবা মো. ফারুক প্যাদা বাদি হয়ে ১৩ জনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

12h ago