মঙ্গলবার থেকে শুরু ফেডারেশন কাপ : একই গ্রুপে মোহামেডান-আবাহনী
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মৌসুমটা ভেস্তেই গিয়েছে। প্রথমে স্থগিত করার পর বাতিলই ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নয় মাসেরও বেশি সময় পর ফের শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। আর এ আসরের ড্রতে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান ও আবাহনী।
মঙ্গলবার থেকে ঘরোয়া আসর শুরু হলেও এর মধ্যে দেশের আন্তর্জাতিক ফুটবল ফিরেছে। নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজ এবং কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচ খেলেছে জাতীয় দল। মাঠে গড়িয়েছে নারী ফুটবল ও স্কুল ফুটবলও।
প্রথম দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত আসরের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মুখোমুখি হবে দলটি। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। ৯ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এ আসর।
নানা কারণে এবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়নের খেলা অনেকটাই অনিশ্চিত ছিল। তবে শঙ্কা কাটিয়ে তাদেরসহ মোট ১৩টি দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ফেডারেশন কাপ। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। এরপর বিজয়ী চার দল মুখোমুখি হবে সেমিফাইনালে।
কে কোন গ্রুপে
'এ' গ্রুপ: শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
'বি' গ্রুপ: সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।
'সি' গ্রুপ: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফএস।
'ডি' গ্রুপ: আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
Comments