দু’একদিনের মধ্যে মুক্তি পেতে পারেন সাংবাদিক কাজল
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তির প্রক্রিয়া চলছে। বিচারকের কাছে আজ মঙ্গলবার মামলার নথি যাওয়ার কথা ছিল। নথি যাওয়ার পর আরও কিছু প্রক্রিয়া থাকবে।
আজকে নথি না যাওয়ায় সাংবাদিক কাজলের মুক্তিতে আরও দুই-একদিন সময় লাগতে পারে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ফটো সাংবাদিক কাজলের ছেলে মনোরম পলক।
তিনি আরও বলেছেন, ‘আশা করছি, অল্প সময়ের মধ্যে বাবাকে আমরা আমাদের মাঝে পাবো। বাবার মুক্তি আমাদের জন্যে অনেক আনন্দের। আশা করছি, বাবা তার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমাদের পরিবারও স্বাভাবিক জীবনে ফিরবে। আইনজীবী, গণমাধ্যমসহ সবার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে। এখন আমরা বাবার মুক্তির অপেক্ষার প্রহর গুণছি।’
Comments