গোপালগঞ্জে ইউপি সদস্য হত্যা: ২ আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য হামিদুল হক হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত ১২ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটার দিকে গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য হামিদুল হককে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরে সিআইডি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের (গোপালগঞ্জ ল ১১-১৪৮১) মালিক আমির মোল্লাকে শনাক্ত করে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটলী থেকে মূল আসামি রবিউল শরীফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা হামিদুল হককে হত্যা করেছেন।’
ইমাম হোসেন আরও বলেন, ‘হামিদুল কিছু দিন আগে স্থানীয় চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করেন। মূলত এই ঘটনাই হত্যাকাণ্ডকে প্রভাবিত করে। চেয়ারম্যান তাকে একটি মামলায় আসামি করেছিলেন। তখন থেকেই চেয়ারম্যানের ওপর তার ক্ষোভ ছিল। অন্যদিকে রবিউল তার পছন্দের প্রার্থীকে এগিয়ে রাখতে চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য হামিদুলকে হত্যার পরিকল্পনা করেন।’
Comments