‘আশা জাগিয়েছে’ ভ্যাকসিন নেওয়ার পর বাইডেন
ফাইজার-বায়োএটেকের করোনা ভ্যাকসিন নিয়েছেন জো বাইডেন।
গতকাল সোমবার তার এই ভ্যাকসিন নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
সে সময় তিনি ভ্যাকসিনটি নিরাপদ বলে আমেরিকানদের আশ্বস্ত করেন।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের ক্রিটিয়ানা হাসপাতালে তার বাম হাতে ভ্যাকসিন নিয়েছেন।
ভ্যাকসিন উন্নয়ন ও সরবরাহে যারা নিয়োজিত ছিলেন তাদেরসহ সামনের সারির স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেছেন, এ জন্যে ট্রাম্প প্রশাসনও ‘কিছুটা ধন্যবাদ পাবে’।
বাইডেন বলেছেন, ‘আমি মনে করি, এটি অনেক আশা জাগিয়েছে। আমি ভ্যাকসিন নিয়ে সবাইকে দেখাচ্ছি যাতে তারা প্রস্তুতি নিতে পারেন। যখন ভ্যাকসিনটি হাতে আসবে তখন যেন তারা তা নেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
তার স্ত্রীও এই ভ্যাকসিন নিয়েছেন বলে বাইডেন জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া সবে শুরু হলো। এখনো সামনে অনেক পথ বাকি রয়েছে।
Comments