করোনাবিধি ভঙ্গ করে আটক রায়না

করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি অমান্য করায় মুম্বাই পুলিশের হাতে আটক হন ক্রিকেটার সুরেশ রায়না। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকার সঙ্গে একটি বিনোদন ক্লাব থেকে আটক হন গায়ক গুরু রনধাওয়া, বলিউড তারকা হৃতিক রোশন প্রাক্তন স্ত্রী সুজান খানও।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, করোনার দ্বিতীয় ধাপ সামলাতে সোমবার রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব, বার ইত্যাদি বন্ধ করার নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছিল। কিন্তু রায়না ও তার বন্ধুরা তা অমান্য করেন।

গভীর রাতে নগরীর ড্রাগন ফ্লাই ক্লাবে হানা দেয় পুলিশ। তাতে রায়নাসহ ৩৪জনকে আটক করা হয়।

২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির পর্যন্ত কড়া নিয়ম জারি করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। এই সময়ে রাতের বেলা মানুষের চলাচল সীমিত করে দিয়েছে তারা।

বেশ অনেকদিন থেকেই খেলার বাইরে আছেন অলরাউন্ডার রায়না। সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলে খেলতে গিয়েছিলেন। কিন্তু বিতর্ক তৈরি করে টুর্নামেন্টের আগেই দেশে ফেরত যান তিনি। এতে চেন্নাই সুপার কিংসের সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago