সিলেট-শ্রীমঙ্গল ও হবিগঞ্জ রুটে চলবে বিআরটিসি’র বাস

সিলেট থেকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ রুটে চলবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস। আজ মঙ্গলবার সকালে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই রুটে বিআরটিসি’র বাস সার্ভিস উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের। ফাইল ফটো

সিলেট থেকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ রুটে চলবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস। আজ মঙ্গলবার সকালে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই রুটে বিআরটিসি’র বাস সার্ভিস উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসি’র নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।

তিনি আরও বলেন, সেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব। বিআরটিসি’র ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহার করতে হবে। ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. এহছানে এলাহী সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন

পাথর উত্তোলনের অনুমোদন দাবিতে সিলেটে ‘পরিবহন শ্রমিকদের’ ধর্মঘট

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago