কামরাঙ্গীরচরে ‘ছাদ থেকে পড়ে’ আহত নারীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ছাদ থেকে পড়ে আহত রাফেজা বেগম রাশেদা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদার বড় বোন শাহনাজ বেগম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ছাদে লেপ-তোষক রোদে দেওয়ার সময় রেলিংয়ের কিছু অংশ ভেঙে নিচে পড়ে যান রাশেদা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাশেদার বাড়ি মাদারীপুর জেলায়। তার স্বামী সেন্টু মিয়া ও সন্তানদের নিয়ে তিনি কামরাঙ্গীরচর এলাকার সুমন কমিউনিটি সেন্টারের পাশে একটি বাসার ছয় তলায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
Comments