এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার যৌথ টহল

চীন ও রাশিয়া আজ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল দিয়েছে। এটি দুই দেশের দ্বিতীয় যৌথ কৌশলগত টহল ছিল বলে চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস টুইট করে জানিয়েছে।
ছবি: গ্লোবাল টাইমসের টুইট থেকে নেওয়া

চীন ও রাশিয়া আজ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল দিয়েছে। এটি দুই দেশের দ্বিতীয় যৌথ কৌশলগত টহল ছিল বলে চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস টুইট করে জানিয়েছে।

যৌথ টহলে চীনের চারটি এইচ-সিক্স কে বোমারু বিমান এবং রাশিয়ার দুটি টিইউ-৯৫ বোমারু বিমান অংশ নেয়। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে দুই দেশ এই যৌথ টহল দেয়। তবে, টহলের সময় কোনও বিদেশি আকাশ সীমায় প্রবেশ করা হয়নি বলে জানিয়েছে গ্লোবাল টাইমস।

এর আগে, গত বছর জুলাই মাসে চীন ও রাশিয়া এই অঞ্চলেই প্রথম যৌথ টহলে অংশ নেয়।

Comments

The Daily Star  | English

Onions sting

Prices of onion increased by Tk 100 or more per kg overnight as traders began stockpiling following the news that India had extended a virtual restriction on its export.

3h ago