লন্ডন থেকে দিল্লি ফেরা ৬ জনের করোনা শনাক্ত

‘নতুন স্ট্রেইন’ কি না, পরীক্ষা চলছে
Indira Gandhi International Airport-1.jpg
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন থেকে গতরাতে নয়াদিল্লিতে অবতরণ করা একটি ফ্লাইটের ছয় যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তারা যুক্তরাজ্যে সম্প্রতি পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের আক্রান্ত কি না, তা জানতে তাদের নমুনা ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ফর রিসার্চে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, সোমবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে লন্ডন থেকে নয়াদিল্লি পৌঁছানো যাত্রীদের করোনা পরীক্ষা হয় এবং তাদের মধ্যে ছয় জনের করোনা শনাক্ত হয়। সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন পাওয়ার পর, সে দেশ থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে ভারত সরকার।

নতুন স্ট্রেইন সম্পর্কিত গবেষণার জন্য ওই ছয় জনের নমুনা ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ফর রিসার্চে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আজ ভোরেও লন্ডন থেকে আরেকটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে।

দিল্লি বিমানবন্দরে করোনা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জিনস্ট্রিংস ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা গৌরী আগারওয়াল জানান, ‘ভোরের ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ১০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তবে তাদের মধ্যে একজনেরও করোনা শনাক্ত হয়নি।’

আজ রাতে দিল্লিতে আরও দুটি ফ্লাইট নামার কথা আছে বলে জানান তিনি।

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন পাওয়ার পর ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্য-ভারতের সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত সরকার।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

35m ago