ফ্রান্সে করোনাকালে বিদেশি সেবাদানকারীদের নাগরিকত্ব পুরস্কার
ফ্রান্সে করোনাকালে বিদেশিদের মধ্যে যারা ঝুঁকি নিয়ে কাজ করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে নাগরিকত্ব দিয়ে পুরস্কৃত করছে দেশটির সরকার।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সেপ্টেম্বরে করোনা পরিস্থিতিতে ‘সক্রিয়ভাবে অবদান’ রেখেছেন, এমন বিদেশিদের ফরাসী নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছিল।
দেশটির নাগরিকত্ব বিষয়ক জুনিয়র মন্ত্রী মার্লিন শিয়াপ্পার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ‘প্রায় তিন হাজার নাগরিকত্বের আবেদন তারা পেয়েছেন। এদের মধ্যে ইতিমধ্যে ৭৪ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং আরও ৬৯৩ জনের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে।’
বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, শিশু পরিচর্যাকারী, চেকআউট কর্মীরা তাদের প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন। এখন, তাদের প্রতিদান দেওয়ার পালা।’
এ ছাড়া দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, সেবাদানকারীদের ‘দুর্দান্ত’ অবদানের জন্য নাগরিকত্ব পেতে ন্যূনতম পাঁচ বছর ফ্রান্সে বসবাসের সীমা কমিয়ে দুই বছর বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর প্রায় এক লাখ ১২ হাজার বিদেশিকে ফরাসি নাগরিকত্ব দেওয়া হয়।
Comments