পেলের রেকর্ড নিজের করে নিলেন মেসি

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার।
messi
ছবি: টুইটার

বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সেই ধারায় আরও একটি কীর্তি নিজের করে নিলেন আর্জেন্টাইন তারকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার।

লা লিগায় মঙ্গলবার রাতে রিয়াল ভায়াদোলিদের মাঠে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রেকর্ড গড়া গোলটি করেন ৩৩ বছর বয়সী মেসি। যা স্প্যানিশ ক্লাব বার্সার জার্সিতে তার ৬৪৪তম গোল। সাবেক তারকা পেলেকে ছাপিয়ে চূড়ায় পৌঁছাতে তাকে খেলতে হলো ৭৪৯ ম্যাচ।

ম্যাচের ৬৫তম মিনিটে তরুণ উইঙ্গার পেদ্রির ব্যাক হিল থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়।

নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন তিনটি বিশ্বকাপ জেতা পেলে। তার লেগেছিল ১৯ মৌসুম। তাকে টপকে বার্সেলোনার হয়ে মেসি নতুন কীর্তি গড়লেন ১৭ মৌসুমেই।

লিগের আগের ম্যাচে পেলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। সেদিন অবশ্য ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। তিন দিনের ব্যবধানে ভায়াদোলিদের বিপক্ষে নতুন কীর্তিতে নাম লেখানো হলো তার।

রেকর্ড ভাঙা-গড়ার প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসি লিখেছেন, ‘যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম, আমি কোনো রেকর্ড ভাঙার কথা চিন্তা করিনি। আর আজ (মঙ্গলবার) পেলের যে রেকর্ডটা নিজের করে নিলাম, সে অর্জন তো অনেক দূরের কথা।’

তিনি যোগ করেছেন, ‘আমি কেবল তাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি, যারা আমাকে বছরের পর বছর ধরে সাহায্য করেছে- আমার সতীর্থ, আমার পরিবার, আমার বন্ধুরা এবং প্রতিদিন আমাকে সমর্থনকারী প্রত্যেক ব্যক্তি। তোমাদের জন্য আলিঙ্গন!’

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

41m ago