মেসির নতুন কীর্তির ম্যাচে জয়ে ফিরল বার্সেলোনা

পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। অর্জনের মুকুটে নতুন পালক যোগ করার রাতে সতীর্থদের গোলেও ভূমিকা রাখলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরল শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা।
মঙ্গলবার রাতে রিয়াল ভায়াদোলিদের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে রোনাল্ড কোমানের দল। দলটির পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন অধিনায়ক মেসি। এর আগে ক্লেঁমো লংলে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্টিন ব্র্যাথওয়েট। লিগের আগের ম্যাচে বার্সা নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছিল ভ্যালেন্সিয়ার সঙ্গে।
অবনমন অঞ্চলে থাকা ভায়াদোলিদের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে কাতালান ক্লাবটি। অধিকাংশ সময়ে বল দখলে রাখার পাশাপাশি গোলমুখে মোট ২১টি শট নেয় তারা। লক্ষ্যে ছিল দশটি। ভাগ্য সহায় হলে বার্সার জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। ম্যাচের শেষদিকে বদলি নামা ফিলিপে কৌতিনহো ও মেসির দুটি শট বাধা পায় পোস্টে।
মুহুর্মুহু আক্রমণের ধারায় ২১তম মিনিটে গোল পেয়ে যায় বার্সা। বাম প্রান্ত থেকে মেসির দারুণ ক্রসে খুব কাছ থেকে লাফিয়ে উঠে হেড করে লক্ষ্যভেদ করেন লংলে। চলতি লিগে ফরাসি ডিফেন্ডারের এটি প্রথম গোল।
ভায়াদোলিদের রক্ষণে চাপ বজায় রেখে বার্সেলোনা ফের গোলের উল্লাস করে ৩৫তম মিনিটে। নিজেদের মধ্যে ছোট ছোট পাস দিয়ে আক্রমণে ওঠার পর মেসি ডান প্রান্তে খুঁজে নেন সার্জিনো দেস্তকে। তিনি নিচু ক্রস করেন একেবারে গোলমুখে। আলতো টোকায় বল জালে পাঠাতে ভুল করেননি ডেনমার্কের স্ট্রাইকার ব্র্যাথওয়েট।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রেকর্ড গড়া গোলটি করেন ৩৩ বছর বয়সী মেসি। যা স্প্যানিশ ক্লাব বার্সার জার্সিতে তার ৬৪৪তম গোল। কিংবদন্তি সাবেক ব্রাজিলিয়ান তারকা পেলেকে ছাপিয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের চূড়ায় পৌঁছাতে তাকে খেলতে হলো ৭৪৯ ম্যাচ।
ম্যাচের ৬৫তম মিনিটে তরুণ উইঙ্গার পেদ্রির ব্যাক হিল থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়।
নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন তিনটি বিশ্বকাপ জেতা পেলে। তার লেগেছিল ১৯ মৌসুম। তাকে টপকে বার্সেলোনার হয়ে মেসি নতুন কীর্তি গড়লেন ১৭ মৌসুমেই।
লা লিগায় প্রতিপক্ষের মাঠে আগের টানা চারটি ম্যাচে জয়হীন ছিল বার্সা। স্বরূপে ফিরে ভায়াদোলিদকে হারিয়ে স্বস্তিতেও ফিরেছে তারা। এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের অর্জন ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
Comments