ফিওরেন্তিনায় ধরাশায়ী জুভেন্টাস

juventus fiorentina
ছবি: টুইটার

ইতালিয়ান সিরি আর চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেল জুভেন্টাস। দশ জনের দল নিয়ে ফিওরেন্তিনার কাছে রীতিমতো ধরাশায়ী হলো আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। দলটির বিপক্ষে এক যুগের মধ্যে প্রথমবারের মতো নিজেদের মাঠেই হারল জুভরা।

মঙ্গলবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে ফিওরেন্তিনা। জালের ঠিকানা খুঁজে পান দুসান ভ্লাহোভিচ ও মার্তিন কাসেরেস। অন্য গোলটি আত্মঘাতী।

লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকা জুভদের এদিন চেনা রূপে পাওয়া যায়নি। লম্বা সময় তাদেরকে খেলতে হয় একজন কম নিয়ে। ১৮তম মিনিটে হুয়ান কুয়াদ্রাদো প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বিপজ্জনক ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি।

তুরিনের বুড়িদের সেরা তারকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন না নিজের সর্বোচ্চ ছন্দে। স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে মাঠে খুঁজেই পাওয়া ছিল দুষ্কর। কুয়াদ্রাদো মাঠ ছাড়ায় রক্ষণ জমাট করতে অ্যারন রামজিকে তুলে দানিলোকে নামান পিরলো। ফলে দলটির মাঝমাঠ স্বাভাবিকভাবেই শক্তি হারায়।

ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় ফিওরেন্তিনা। ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো পাসে প্রথম ছোঁয়ায় জুভেন্টাসের দুই ডিফেন্ডার মাটাইস ডি লিখট ও লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলেন ভ্লাহোভিচ। এরপর ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুণি লক্ষ্যভেদ করেন সার্বিয়ান ফরোয়ার্ড।

সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকা স্বাগতিকরা বেশ কিছু ভালো সুযোগ পায়। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে হেডে জালে বল পাঠালেও তিনি ছিলেন অফসাইডে।

তবে জুভদের ম্যাচে ফেরার স্বপ্ন বিবর্ণ হয়ে যায় ৭৬তম মিনিটে। ফিওরেন্তিনার মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতের ক্রস বিপদমুক্ত করতে ব্যর্থ হন বোনুচ্চি। তার পেছনে থাকা সান্দ্রোর পায়ে লেগে বল জড়ায় জালে।

৮১তম মিনিটে অতিথিদের জয় নিশ্চিত করে ফেরেন কাসেরেস। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোলের দেখা পান উরুগুইয়ান ডিফেন্ডার। ক্রিস্তিয়ানো বিরাঘির নিচু ক্রসে পা ছুঁইয়ে নিশানা ভেদ করেন তিনি।

১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে টানা নয়বারের লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্তিনা। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। নাপোলি ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

His death came just a day after he delighted the crowds of worshippers at the Vatican on Easter Sunday with an appearance on the balcony at Saint Peter's Basilica.

2h ago