একই স্থানে আ. লীগের দুপক্ষের সম্মেলন, ১৪৪ ধারা
নাটোরের লালপুর উপজেলায় ১৪৪ ধারা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দুড়দুড়িয়া ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ আজ বুধবার সকালে দুড়দুড়িয়ার রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বান করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ঘোষণা দিয়েছিলেন আজ রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হবে। মঞ্চ ও প্যান্ডেলও স্থাপন করা হয়। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব উদ্দিন ওই মাঠেই ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, রাতেই মাইকিং করা হয়েছে। আয়োজকরা মঞ্চ ও প্যান্ডেল সরিয়ে নিয়েছেন। কলেজ মাঠে কোনো পক্ষেরই সম্মেলন হচ্ছে না। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওয়ার্ড কমিটি নবায়ণ না করে ইউনিয়ন কমিটি গঠনের চেষ্টা করায় এই জটিলতা তৈরি হয়েছে। সাংগঠনিকভাবে এসব বিষয় নিরসন করা হবে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মুল বানীন দ্যূতি বলেন, আইন-শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সে কারণে ১৪৪ ধারা ঘোষণা করা হয়েছে।
Comments