ওয়ার্নারের ফেরার অপেক্ষা বাড়ল

ওয়ানডে সিরিজে চোটে পড়েছিলেন। সেই চোটে শেষ ওয়ানডে থেকেই খেলার বাইরে ডেভিড ওয়ার্নার। খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজের কোন ম্যাচ। দ্বিতীয় টেস্টে ফেরার আশা নিয়ে অ্যাডিলেডে প্রথম টেস্টে মাঠের বাইরে থেকে দেখেছেন দলের দাপট। কিন্তু বক্সিং ডেতে দ্বিতীয় টেস্টেও ফেরা হচ্ছে না ওয়ার্নারের। তার সঙ্গে চোটে ছিটকে গেছেন পেসার শন অ্যাবটও।
বুধবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ওয়ার্নারের চোট প্রত্যাশা অনুযায়ী সারেনি, ‘ওয়ার্নার আর অ্যাবট সিনডিতে দলের জৈব সুরক্ষা বলয়ের বাইরে পুনর্বাসনে করছিল। তাদের খেলায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে। তারা দুজন সিডনি থেকে মেলবোর্নে চলে আসলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয় বক্সিং ডে টেস্টে তাদের দলের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দিচ্ছে না। ।’
অ্যাডিলেডে ভারতকে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে বড় জয় পাওয়া অস্ট্রেলিয়া চড়া আত্মবিশ্বাস নিয়ে গেছে মেলবোর্নে। ২৬ ডিসেম্বর সেখানে শুরু হবে বক্সিং ডে টেস্ট। এই টেস্টে না থাকলে ওয়ার্নার আর অ্যাবট তৃতীয় টেস্টের জন্য পুরো ফিট হয়ে যাবেন বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি।
Comments