করোনা সংক্রমণ বাড়ায় ভুটানে আবারও ৭ দিনের লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় নতুন করে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে ভুটান। গতকাল ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ থেকে সারাদেশে এই লকডাউনের ঘোষণা দেন।
Lotay Tshering-1.jpg
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং গতকাল সারাদেশে এই লকডাউনের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় নতুন করে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে ভুটান। গতকাল ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ থেকে সারাদেশে এই লকডাউনের ঘোষণা দেন।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়, তিন দিন আগে থিম্পু শহরে করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকির মধ্যে ওই তিন দিনেই আক্রান্তের সংস্পর্শে আসা ৫ হাজার ৪৪১ জনকে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ শনাক্তের পর তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, ‘যদিও আমরা সাতদিনের লকডাউন ঘোষণা করেছি। ভাইরাসের গতিবিধি দেখে পরবর্তীতে লকডাউনের সময় বাড়ানো হবে কি না, এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

লকডাউনের মধ্যে দেশের অভ্যন্তরে শাকসবজি ও অন্যান্য পণ্য সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি।

ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে লকডাউনের বিধিনিষেধের পাশাপাশি করোনা পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, স্বাস্থ্যবিধি ইত্যাদি জানানো হয়েছে।

এ বছর আগস্টে করোনা সংক্রমণ ঠেকাতে প্রথমবারের মতো ২১ দিনের লকডাউন ঘোষণা করে ভুটান।

কঠোর নিয়ম মেনে করোনাভাইরাস প্রতিরোধে ভুটানের সাফল্য গোটা বিশ্বেই প্রশংসা কুড়িয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম করোনা সংক্রমণ ঘটেছে ভুটানে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৪৩০ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত একজনেরও মৃত্যু হয়নি।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago