নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিনসহ ২ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানী ঢাকার তুরাগ এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে সিঙ্গার ও বাটারফ্লাই ব্র্যান্ডের নকল সেলাই মেশিন উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
China_Fraud_23Dec20.jpg
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার তুরাগ এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে সিঙ্গার ও বাটারফ্লাই ব্র্যান্ডের নকল সেলাই মেশিন উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল ডিআইজি ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল ৫৮৫ পিস এবং বাটারফ্লাইয়ের লোগো ব্যবহার করে প্রস্তুতকৃত ফ্লাই বাটারফ্লাইয়ের ১১০০ পিস সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা। আমাদের কাছে তথ্য ছিল— দীর্ঘ দিন ধরে একটি চক্র বিদেশ থেকে পণ্য আমদানির আড়ালে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল সেলাই মেশিন এবং অন্যান্য সামগ্রী মজুদ করছে। কিছু অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে সেগুলো বাজারজাত করা হচ্ছিল। সেই সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ থানা এলাকায় অভিযান চালানো হয়।

ওমর ফারুক আরও বলেন, হাও শিয়াওপিং ওরফে বব হাও (৪১) এবং সু ইন (৩৫) নামে দুই চীনা নাগরিক এগুলো আমদানি করেছিলেন। যে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) এবং দণ্ডবিধির ৪২০, ৪৬৮, ৪৭১, ৪৮২, ৪৮৩, ৪৮৫, ৪৮৬, ৪৮৭ ও ৪৮৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৫।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago