হঠাৎ ফ্লাইট বন্ধ, ফিরে এলো সৌদিগামী শতাধিক কর্মী

Shahjalal Airport
ছবি: স্টার ফাইল ফটো

করোনার নতুন সংক্রমণ রোধ করতে কোনো রকম আগাম ঘোষণা না দিয়ে সৌদি আরব ফ্লাইট বন্ধ করে দেওয়ায় সৌদিগামী শতাধিক কর্মীকে আবুধাবি থেকে গতকাল দেশে ফিরতে হয়েছে।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান ফেরত আসাদের উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

ফেরত আসা বাংলাদেশিরা ব্র্যাক কর্মকর্তাকে জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইত্তিহাদ এয়ারওয়েজে তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। কিন্তু, সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ফ্লাইট চলাচল বন্ধ থাকায় আবুধাবি বিমানবন্দর থেকে একই বিমানে তাদেরকে দেশে ফেরত পাঠনো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসা অসহায় কর্মীদের অনেককে কান্নাকাটি করতে দেখা গিয়েছে উল্লেখ করে ব্র্যাক কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘মাত্র একদিনের ব্যবধানে তাদের দেশে ফেরত আসতে হয়েছে।’

ফেরত আসাদের মধ্যে দুই বোন কুমিল্লার সাবিনা আক্তার ও তাসলিমা আক্তার জনপ্রতি আড়াই লাখ টাকা খরচ করে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাচ্ছিলেন। একই এজেন্সির আরেকজন ছিলেন মানিকগঞ্জের বিলকিস আক্তার।

দেশে আসার পর তারা তাদের ফেরত আসার ব্যাপারে পরিবারকে জানাননি। এমনকি বাড়ি ফিরেও পারবেন না বলেও ব্র্যাককে জানিয়েছেন।

ব্র্যাক কর্মকর্তা আরও বলেছেন, ‘পরে তাদের ব্র্যাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। তারা বর্তমানে ব্র্যাকের সেইফ হোমে আছেন।’

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

15m ago