শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
রাজধানীর শাহবাগ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকাল ৯টার দিকে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটি সাদার রঙের প্রাইভেটকারের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে এক পথচারী তাকে হাসপাতালে নিয়ে যান। নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার পরনে ছিলে সোয়েটার ও কালো রঙের প্যান্ট। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’
Comments