ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত

ফ্রান্সে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জানা গেছে, পারিবারিক কলহের একটি ঘটনায় সাহায্য চাইলে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর তাদের উপর গুলি চালানো হয়।
বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত হওয়ার পর পুলিশের তল্লাশি অভিযান। ছবি: এএফপি

ফ্রান্সে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জানা গেছে, পারিবারিক কলহের একটি ঘটনায় সাহায্য চাইলে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর তাদের উপর গুলি চালানো হয়।

বিবিসি জানায়, সন্দেহভাজন বন্দুকধারীর বয়স ৪৮ বছর। তার মরদেহও উদ্ধার করা হয়েছে।

বুধবার ফ্রান্সের মধ্যাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের সেইন্ট-জাস্ট এলাকার কাছে প্রত্যন্ত এক গ্রামে গুলির এ ঘটনা ঘটে।

পুয়ে-দে-দোম নামের ওই গ্রামে পারিবারিক কলহের ঘটনায় বাড়ির ছাদে পালিয়েছিলেন এক নারী। তাকে উদ্ধার করতে যাওয়ার পর বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন নিহত ও অন্যজন আহত হন। 

পরে বাড়িতে আগুন ধরিয়ে দিলে আরও দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। আহত আরেক পুলিশ সদস্যের পায়ে গুলি লেগেছিল; তিনি আশঙ্কামুক্ত বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ সূত্রে ফরাসি গণমাধ্যম জানায়, সন্দেহভাজন বন্দুকধারীদের মৃতদেহ একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ও প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago