রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ সংসদীয় কমিটির
করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির একাদশ সভায় এ সুপারিশ করা হয়।
রেলওয়ের বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দেশের অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইকে উৎসাহিত করার সুপারিশ করেছে কমিটি। এ সব ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করারও সুপারিশ করে কমিটি।
সভায় রেলওয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া, প্রকল্পগুলোর সময় ও ব্যয় বৃদ্ধির কারণ নিয়েও আলোচনা হয়। প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায়, সেজন্য দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ ক্রয় ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয় কমিটি। বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে পদায়নের সুপারিশ করে কমিটি।
এ ছাড়া, রেলওয়ের প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগ সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে পার্কিং লটে গাড়ি রাখার শর্ত ভঙ্গের কারণে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নাটোর রেলওয়ের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে তার যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা হয়।
Comments