যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের আলাদা স্ক্রিনিং ৩ বিমানবন্দরে
যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য দেশের তিনটি বিমানবন্দরে আলাদা হেলথ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘লন্ডন থেকে আসা যাত্রীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা ব্যবস্থা।’
যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম মাহাবুব আলী।
ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্যে যে করোনাভাইরাসের নতুন মিউটেশন, এটার ব্যাপারে সবাই উদ্বিগ্ন। বিভিন্ন দেশ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। আমাদের দেশ থেকেও আমরা গভীর পর্যবেক্ষণ করছি।’
‘আমাদের মন্ত্রণালয় ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ও আছে। সবাই কিন্তু এ ব্যাপারে পর্যবেক্ষণ করছে। বন্ধ করা এমন কোনো ব্যাপার না। কিন্তু জিনিসটা গভীর পর্যবেক্ষণের মধ্যে আছে। আমরা যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব,’ বলেন তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। পাশাপাশি আমরা এরই মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছি। যুক্তরাজ্য থেকে যেসব যাত্রী আসবেন, তাদের আলাদাভাবে স্ক্রিনিং করব। যাতে করে যে ঝুঁকির কথা বলা হচ্ছে, এটা প্রশমন করা যায়।’
তিনি আরও বলেন, ‘বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে। চিকিৎসক, ইমিগ্রেশন সকলেই এ বিষয়ে অবগত। আমরা যদি মনে করি বা মেডিকেল পরীক্ষা করে কোনো সন্দেহ করি তাহলে প্রয়োজনে এখানেই তাদের আবার পিসিআর টেস্ট করা হবে। এই টেস্ট ছাড়া আমরা কাউকেই এখানে অ্যালাউ করছি না।’
যুক্তরাজ্যের ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তারা যেন লন্ডন হয়ে আসে এমন যাত্রীদের একটি তালিকা আমাদের আগেই দিয়ে রাখে। এটা দেখে তাদের জন্য আলাদা হেলথ চেকআপ নিশ্চিত করা হবে।’
Comments