এনআইডি সংশোধনে এক লাখ টাকা, আটক ১
জাতীয় পরিচয়পত্র সংশোধন করে ১০ বছর বয়স কমিয়ে দেওয়ার কথা বলে এক লাখ পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পরে আটককৃত মো. বাহাদুরকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট বাহাদুরকে আটক করা হয়। তার বাড়ি পটুয়াখালীর দক্ষিণ বিঘাইর গ্রামে।
নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে এনআইডিতে বয়স সংক্রান্ত জটিলতা সংশোধনের জন্য আবেদনকারী নূর জালাল শেখ বাহাদুরের সাথে যোগাযোগ করেন। জিজ্ঞাসাবাদে জালাল শেখ জানান, দেড় লাখ টাকার বিনিময়ে এনআইডি কার্ড সংশোধন করিয়ে দেয়ার আশ্বাস দেন বাহাদুর। এই কাজের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা দিয়েছেন। পরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক বরাবর আবেদন করতে এসে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ নেয়ার কথা স্বীকার করেছেন বাহাদুর।
Comments