চাঁদপুরে ২০০ বীর মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদের সম্মাননা
চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার দুইশ ২০০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জন সেক্টর কমান্ডার, তিন জন বীরউত্তম, দুই জন বীর বিক্রম, চার জন বীর প্রতীক এবং দুই জন স্বাধীনতা পদকপ্রাপ্ত।
আজ বুধবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কীতে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সম্মাননার আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা আবু নইম দুলাল পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা বদরুন নাহার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম প্রমুখ। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Comments