যুক্তরাজ্য থেকে ১৬৫ যাত্রী সিলেট বিমানবন্দরে, সনদ যাচাই চলছে
যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে বিমানের বিজি ২০২ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা ফ্লাইটটিতে মোট ২০২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৬৫ জন সিলেটে নেমেছেন। বাকি যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ১০টা ১৮ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, সব যাত্রীর কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ আছে। সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। প্রয়োজনে এখানে পরীক্ষা করা হবে। করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে।
গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে তাকে সাত দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য দেশের তিনটি বিমানবন্দরে আলাদা হেলথ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘লন্ডন থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
Comments