আন্তর্জাতিক

কৃষক বিদ্রোহ: রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথে পুলিশী বাধা, প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করেছে পুলিশ।
Priyanka Gandhi
ভারতে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে আটক করার সময় গণমাধ্যমে কথা বলেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দুই কোটি স্বাক্ষরসহ স্মারকলিপি জমা দিতে গেলে পথে পুলিশ বাধা দেয়।

প্রতিবেদন আরও বলা হয়, সে সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েক নেতাকর্মীদের আটক করে দিল্লি পুলিশ।

কংগ্রেস নেতাকর্মীরা মূলত বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন।

পুলিশী বাধার মুখে প্রিয়াংকা গান্ধী গণমাধ্যমকে বলেছেন, ‘এই সরকারের বিরুদ্ধে কোনো মতামত দিলেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে। আমরা কৃষকদের প্রতি সমর্থন জানাতে এই মিছিল করছি।’

তিনি আরও বলেছেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এবং তারা নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অধিকার জনগণের আছে। তাদেরকে সেই অনুমতি দেওয়া উচিত। এখানে সমস্যা কোথায়? রাস্তায় তাঁবু খেটে থাকা লাখ লাখ কৃষকের কথা সরকার শুনতে প্রস্তুত নয়।’

এর আগে চাণক্যপুরের এসিপি প্রজ্ঞা গণমাধ্যমকে বলেছেন, ‘কেবল নেতাদের রাষ্ট্রপতি ভবনে যেতে অনুমতি দেওয়া হয়েছে।’

নয়া দিল্লির অতিরিক্ত ডিএসপি দীপক যাদব গণমাধ্যমকে বলেছেন, ‘আজ কংগ্রেসকে রাষ্ট্রপতি ভবনে যেতে অনুমতি দেওয়া হয়নি। তবে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য যে তিন নেতার অ্যাপয়েন্টমেন্ট আছে তারা যেতে পারবেন।’

তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো সমাবেশের অনুমতি নেই।’

আরও পড়ুন:

ভারতে কৃষক বিদ্রোহ

কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ

কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে

কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান

কৃষক বিদ্রোহ: সংকট নিরসনে কমিটি করবে ভারতের সুপ্রিম কোর্ট

কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

কৃষক বিদ্রোহ: কেজরিওয়াল গৃহবন্দি, স্বীকার করছে না দিল্লি পুলিশ

কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’

ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন

কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

7h ago