কলকাতা মোহামেডানের হয়ে খেলতে ভারতে গেলেন জামাল
আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলতে ভারতে উড়ে গেছেন জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুর দুইটায় দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
এদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে একটি ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। আজ (বৃহস্পতিবার) ভারতে যাচ্ছি মোহামেডানে যোগ দিতে। আমার জন্য সবাই দোয়া করবেন।’
৩০ বছর বয়সী জামাল গত ৪ ডিসেম্বর বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর ব্যক্তিগত কারণে কাতারে থেকে গিয়েছিলেন। পরবর্তীতে ১০ ডিসেম্বর তিনি কোভিড পজিটিভ হন।
জামালের শরীরে কোনো উপসর্গ ছিল না এবং কাতার ফুটবল ফেডারেশনের পর্যবেক্ষণে তিনি একটি হোটেলে আইসোলেশনে ছিলেন। তিনি গত ১৯ ডিসেম্বর কাতারের দোহায় কোভিড নেগেটিভ হন। দুদিন পর তিনি দেশে ফিরে আসেন।
মিডফিল্ডার জামাল সাদা-কালোদের হয়ে হয়ে আইএফএ শিল্ডে খেলতে পারেননি। গত ১৬ ডিসেম্বর আসরের সেমিফাইনালে রিয়াল কাশ্মীরের কাছে ৪-০ গোলে হেরে বাদ পড়ে দলটি।
আই লিগের ২০২০-২১ মৌসুম মাঠে গড়াবে আগামী বছরের ৯ জানুয়ারি।
Comments